পবন দাস বাউল - দয়াল রে

দয়াল রে ... ওরে দয়াল,
তরী ফিরবে কবে, আমার তীরে?
ধীরে ধীরে বাইয়ারে,
ওরে আমার জীবন নদীর নাইয়ারে।

সেই যে ভোরে বের হয়েছি, ধরনীর বুকে,
খেলা করে বেলা গেল, দয়াল তোমাকে ভুলে,
এখন দাড়িয়ে একা, নদীর কুলে,
কাঁদি যে দাড়াইয়া রে।

ষোল আনা তদবির লয়ে, করতেছি কারবার
জমা শূন্য খরচ বেশি, দয়াল হতেছে বারবার,
এখন হিসেবের কিছু, নাই রে দয়াল
দেখে লও মিলাইয়া রে।