তিন এর মাহাত্ম্য | ইত্যাদি মে ১৯৯৭ পর্ব

৩ (তিন) হলো একাধারে একটি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং অঙ্ক। অনেক সমাজে এর ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বও রয়েছে। তিন একটি অতি শক্তিশালী সংখ্যা। বিশেষতঃ যাপিত জীবনে ব্যবহারের দিক থেকে। প্রায় বিষয়েই আমাদের জীবনে তিন সংখ্যাটির অবতারণা ঘটে থাকে। আমাদের জাতীয় জীবনে ৩ (তিন) এর বিভিন্ন ব্যবহার নিয়ে ১৯৯৭ সালের মে মাসে প্রচারিত ইত্যাদিতে একটি পর্ব করা হয়।

___________________________________
Enjoy & stay connected with us!