পরবাসী - আশা ছিল মনে মনে

পরবাসী (ভিক্টর) - আশা ছিল মনে মনে

আশা ছিল মনে মনে
প্রেম করিব তোমার সনে
তোমায় নিয়ে ঘর বাঁধিবো
গহিন বালুচরে

ভালোবাসার কি যন্ত্রণা
প্রেমিক ছাড়া কেউ বোঝে না
আমার মনের সেই বাসনা
মনেই কেঁদে মরে

আশা পূরণ না হয় যদি
চোখের জলে হয় দরদী
আমার দুঃখের সেই সে নদী
বুকেই রাখি ধরে