পরবাসী - আমি যদি ডুইবা মরি

আমি যদি ডুইবা মরি
কলঙ্ক রবে নামে
দেহ তরী ছেড়ে দিলাম গুরু
তোমার নামে

দেহ মন সব সঁপিলাম আমার
অমৃতের হার তোমায় দিলাম গো
এই অধমেরে চিনে রাখো গুরু
কৃপা-সিন্ধুর প্রেম বন্ধনে ...