লালনগীতি - কোথায় রে দয়াল কাণ্ডারী

লালনগীতি - কোথায় রে দয়াল কাণ্ডারী (শাহজাহান মুন্সী)

একবার ভবের কেনারে লাগাও তরী।
কোথায় রইলেন দয়াল কাণ্ডারী।।
তুমি হে করুণার সিন্ধু
অধম জনারও বন্ধু
দাও হে একবার পদবিন্দু
যেন তুফান তরিতে পারি।।
পাপী যদি না তরাবে
পতিত পাবন নাম কে শুনাবে
নামের ভরম তোমারই যাবে
কোথায় রইলে দয়াল কাণ্ডারী।।
ডুবাও ভাসাও হাতটি তোমার
তুমি বিনে কেউ নেই আমার
তাই লালন দেয় দোহাই তোমার
চরণে তুমি দেও তারি।।