হাছন রাজার গান - আমি যাইমু্রে যাইমু্ (I'll go away with Allah)

আমি যাইমু্যও যাইমু্ আল্লহরও সঙ্গে, আমি যাইমু্, I'll go, go away with Allah,
হাছন রাজায় আল্লহ বিনে কিছু নাহি মাঙ্গে। ........ Without Allah, Hason Raja don't wants anything.

আল্লহ রূপ দেইখা হাছন, হইয়াছে ফানা, ............. Become acquainted with Allah's beauty, Hason Raja finds,
নাচিয়ে নাচিয়ে হাছন রাজায় গাইতেছে গানা।..... himself lost in ecstasy, Hason R. keeps singing & dancing.

আল্লহ রূপ, আল্লহ রঙ্গ, আল্লহরও ছবি, .............. What a form, beauty and delight is Allah!
নূরের বদন, আল্লহর, কি কব তার খুবি? .......... His face shine brilliantly; what else can I say?

হাছন রাজা দিলের চক্ষে আল্লহরে দেখিয়া, ......... Seeing Allah with his inner eyes,
নাচে নাচে হাছন রাজা প্রেম মাতয়াল হইয়া। ..... Hason Raza dances, being crazy about him.

(উন্মাদ হইয়া নাচে, দেখিয়া আল্লার ভঙ্গি, ......... Seeing Allah's charm and grace, he dances madly,
হুশ-মুশ কিছু নাই হইসে আল্লার সঙ্গী। .............. Like a man possessed, he becomes Allah's companion.

আদম ছুরত আল্লার জানিবায় বেসক, ............. Through Adam's beautiful form, Allah is known,
খাল্-কা আদমা আল্লা ছুরতেহি হক। ............... Highest truth is Allah's beauty that pervades the human form.

রূপের ভঙ্গি দেখিয়া হাছন রাজা হইছে ফানা, .... Seeing Allah's forms and gestures, Hason Raja loses himself,
শুনেনারে হাছন রাজায়, মুলস্না-মুন্সীর মানা।) .. He doesn't pay any heed to objections of the learned people.