হাছন রাজার গান - ছাড়িলাম হাছনের নাও রে (Hason's boat has set sail)

নাও ছাড়িলাম রে, .................................................. The boat has set sail,
ছাড়িলাম হাছনের নাও রে। ..................................... Hason's boat has set sail.

হাছন রাজার নাও রে, ঢল ঢল ফুডা, .......................... Hason Raja's boat has got crack,
ওরে বৈঠা না চালাইতে নাওয়ে, শূণ্যে করে উড়া রে, ....... When the boat started to row, it directed to the sky,
ছাড়িলাম হাছনের নাও রে, হাছন রাজার নাও। ............ Hason's boat has set sail, Hason Raja's boat.

সুখের মায়ায় করসিলি পিরীত, নদীর কূলে বইয়া, .......... Sitting by the river, I was in love for happiness,
এখন কেনে ছাইড়া গেল, সায়রে ভাসাইয়া রে? .............. Why did you left me, floating in the ocean?
ছাড়িলাম হাছনের নাও রে, হাছন রাজার নাও। ............ Hason's boat has set sail, Hason Raja's boat.

পিরীত রতন, পিরীত যতন, পিরীত হইলো জ্বালা, .. Love is jewel, Love is care, Love is suffering,
পিরীত করা প্রানে মরা, মন না জানিয়া রে। ......... Falling in love is destroying life, without knowing the heart.
ছাড়িলাম হাছনের নাও রে, হাছন রাজার নাও। .... Hason's boat has set sail, Hason Raja's boat.

নায়ে থাইকা হাছন রাজায়, বলে যে ডাকিয়া, ............... From the boat Hason Raja shouts out and says;
পিরীত না করিও রে ভাই, মন না দেখিয়া রে। ............. "O brother, don't fall in love without knowing the heart".
ছাড়িলাম হাছনের নাও রে, হাছন রাজার নাও। ............ Hason's boat has set sail, Hason Raja's boat.