ইফতারের জন্য এখন এই ড্রামস্টিক কাটলেট তৈরী করে ফ্রিজে রেখে খেতে পারবে পুরো রমযান জুড়ে

ঠিক এরকম ভিন্ন ধরণের রেসিপিই আমরা ইফতারের জন্য খুঁজতে থাকি।

তৈরী করতে লাগছে -
⚪ মুরগির রান ৬ টি
⚪ আলু ৬ টি মাঝারি আকারের
⚪ লবণ - সেদ্ধ করতে ১ চা চামচ, কাটলেট মিক্সে ০.৫ চা চামচ
⚪ আদা বাটা ০.৫ চা চামচ
⚪ রসুন বাটা ০.৫ চা চামচ
⚪ কাঁচা মরিচ
⚪ পিঁয়াজ কুচি ০.২৫ কাপ
⚪ গরম মসলার গুঁড়ি ০.২৫ চা চামচ
⚪ চিলি ফ্লেক্স ০.৫ চা চামচ
⚪ গোল মরিচের গুঁড়ি ০.২৫ চা চামচ
⚪ কার্ণ ফ্লাওয়ার ১ টেবিল চামচ
⚪ আরও লাগছে - ধনে পাতা, ডিম, ব্রেড ক্রাম্ব

➡ ঘরে গরম মসলার গুঁড়ি তৈরী করা শিখতে এই ভিডিওটি দেখুন