হাছন রাজার গান - লোকে বলে বলেরে (People say, my house is not beautiful at all)

লোকে বলে, বলেরে, ঘর-বাড়ি ভালা নাই আমার, ... People say, my house is not beautiful at all,
কি ঘর বানাইমু আমি শূণ্যেরই মাঝার? ............... What house shall I build in vacuum?

ভালা কইরা ঘর বানাইয়া, কয়দিন থাকমু আর? .... Building a strong house, How long can I stay?
আয়না দিয়া চাইয়া দেখি, পাকনা চুল আমার। ....... Looking at the mirror, I can see all my hair has gone white.

এ ভাবিয়া হাসন রাজা, ঘর-দুয়ার না বান্ধে, ........... Thinking about that, Hason Raja doesn't build any house,
কোথায় নিয়া রাখব আল্লায়, তাই ভাবিয়া কান্দে। ... He cries, thinking about where Allah will keep him.

জানত যদি হাসন রাজা, বাঁচব কতদিন? ............... Hason Raja would have build a colorful house, if,
বানাইত দালান-কোঠা, করিয়া রঙিন। ................. He could knew, how long he will live?