লাউয়াছড়া জাতীয় উদ্যান ও মাধবপুর কৃত্রিম লেক | ইত্যাদি মৌলভীবাজার পর্ব ২০২৩

নির্ভেজাল সৌন্দর্যের অন্বেষণ মানুষের সহজাত প্রবৃত্তি। জীবনের একঘেয়েমি, ক্লান্তিমাখা সময়কে ঝেড়ে ফেলতে প্রশান্তির খোঁজে মানুষ ছুটে যান প্রকৃতির কাছে। মৌলভীবাজার প্রাকৃতিক সৌন্দর্য এবং নৈসর্গিক আকর্ষণের এক অনন্য স্থান, যা ভ্রমণপিপাসু আর সৌন্দর্য পিপাসুদের অন্তরকে শীতল করতে সহায়তা করে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য লাউয়াছড়া জাতীয় উদ্যান, উদ্যানের ভিতরের খাসিয়া পুঞ্জি, টিলাবেষ্টিত অপরূপ সুন্দর কৃত্রিম জলাধার মাধবপুর লেকের অপূর্ব মহিমা সবাইকে মুগ্ধ করে। মৌলভীবাজারের এমনই কয়েকটি প্রাকৃতিক সৌন্দর্যে সজ্জিত মনোমুগ্ধকর স্থানের উপর ২৯ ডিসেম্বর ২০২৩ তারিখে প্রচারিত ইত্যাদির মৌলভীবাজার পর্বে একটি প্রতিবেদন প্রচার করা হয়।

Ityadi Moulvibazar Episode: https://youtu.be/41OiscoBhY0

___________________________________
Enjoy & stay connected with us!