রাধারমন দত্ত - জলে গিয়াছিলাম সই

জলে গিয়াছিলাম সই,
কালা কাজলের পাখি দেইখা আইলাম কই?

সোনার ও পিঞ্জরা সই গো , রুপার ও টানগুনি,
আবের চান্দুয়া দিয়া পিঞ্জরা ঢাকুনি।

পালিতে পালিসলাম পাখি দুধ কলা দিয়া,
এগো, যাইবার কালে বেইমান পাখি না চাইল ফিরিয়া,

ভাইবে রাধারমন বলে পাখি রইলো কই ?
এগো, আইনা দে মোর প্রাণ পাখি পিঞ্জরাতে থুই।