কোচিংয়ে অভিনব চামচামি শিক্ষা | ইত্যাদি মৌলভীবাজার পর্ব ২০২৩

কথায় আছে, পরিশ্রমই সফলতার মূলমন্ত্র। পরিশ্রমবিহীন সফলতা কল্পনা করা যায় না। তবে আমাদের দেশে বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য নয়। বিশেষ করে চাকরির ক্ষেত্রে উপরে ওঠার জন্য তেলবাজিকে অনেকেই বড়ো বেশি মূল্য দেন। সামনে যেতে হলে একমাত্র যোগ্যতা হচ্ছে তেলবাজি। ব্যবসা, বাণিজ্য, নেতৃত্ব, পোস্টিং, প্রমোশন এসবই যেন তেলবাজি বা চামচামির বৃত্তে আটকে গেছে। আর তাই জনৈক ব্যক্তি চামচামি শেখানোর জন্য রীতিমত কোচিং সেন্টার খুলে বসেছেন। চলুন দেখি সেখানে কি কি শেখানো হয় আর এর ছাত্রই বা কারা? নাট্যাংশটি প্রথম প্রচারিত হয় ২৯ ডিসেম্বর ২০২৩ তারিখে প্রচারিত ইত্যাদির মৌলভীবাজার পর্বে।

Ityadi Moulvibazar Episode: https://youtu.be/41OiscoBhY0

___________________________________
Enjoy & stay connected with us!