লালনগীতি - আল্লাহ্ কে বোঝে তোমার

লালনগীতি - আল্লাহ্ কে বোঝে তোমার অপার লীলা (ফরিদা পারভিন)

কে বোঝে তোমার অপার লীলে।
আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে।

নিরাকারের তরে তুমি নুরী ছিলে ডিম্ব অবতরী।
সাকারে সৃজন গঠলে ত্রিভুবন আকারে চমৎকার ভাব দেখালে।

নিরাকারের নিগম ধ্বনি সেও সত্য সবাই জানি।
তুমি আগমের ফুল নিগমে রসুল আদমের ধড়ে জান হইলে।

আত্বতত্ত্ব জানে যাঁরা শাঁইর নিগূঢ় লীলা দেখছে তাঁরা।
তুমি নীরে নিরঞ্জন অকৈতব ধন লালন খুঁজে বেড়ায় বনজঙ্গলে।