বাংলাদেশ আমার বাংলাদেশ | একসঙ্গে গাইলেন কুমার বিশ্বজিৎ ও আইয়ুব বাচ্চু | ইত্যাদি মার্চ ২০০১ পর্ব

দেশের গান নির্মাণে বরেণ্য নির্মাতা হানিফ সংকেত বরাবরই সিদ্ধহস্ত। তবে প্রতিবারই তিনি চেষ্টা করেন গতানুগতিক ধারার বাইরে গিয়ে ভিন্ন ধারায় দেশের গান নির্মাণের। সেই ধারাবাহিকতায় ২০০১ সালের মার্চ মাসে প্রচারিত ইত্যাদিতে দুই মেরুর দুই নন্দিত শিল্পী-কুমার বিশ্বজিৎ ও আইয়ুব বাচ্চুকে নিয়ে তিনি একটি দেশের গান নির্মাণ করেন। দ্বৈতকণ্ঠে গাওয়া স্বদেশপ্রেমের এই গানে যুগপৎ উঠে এসেছে দেশের অপার প্রাকৃতিক রূপ-সৌন্দর্যের কথা, সাধারণ মানুষের কথা, দেশকে নিয়ে আশার কথা, ভালোবাসার কথা।
গানের প্রথম তিনটি লাইন,
‘যতই দেখি সারা জগৎ ঘুরে
হৃদয় বাঁধা থাকে তোমারই সুরে
বাংলাদেশ আমার বাংলাদেশ’।

গান: বাংলাদেশ আমার বাংলাদেশ...
[ Song: Bangladesh Amar Bangladesh ]
গীতিকার: মোহাম্মদ রফিকউজ্জামান
[ Lyricist: Mohammad Rafiquzzaman ]
সুর ও সংগীতায়োজন: আইয়ুব বাচ্চু।
[ Tune & Music Arrangement: Ayub Bachchu ]
শিল্পী: কুমার বিশ্বজিৎ এবং আইয়ুব বাচ্চু।
[ Singer: Ayub Bachchu & Kumar Bishwajit ]

নির্মাণ: ফাগুন অডিও ভিশন।
Label: Fagun Audio Vision
___________________________________
পরিকল্পনা ও নির্দেশনা: হানিফ সংকেত।
Planning & Direction by: Hanif Sanket
___________________________________

পুরো অনুষ্ঠান: https://youtu.be/OpupXVEEv_s

___________________________________
Enjoy & stay connected with us!