ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস | ইত্যাদি ব্রাহ্মণবাড়িয়া পর্ব ২০১৮

গ্যাস মজুদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত তিতাস গ্যাস ফিল্ড বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ফিল্ড। এই কূপ থেকে উৎপাদিত গ্যাসই সর্বপ্রথম ঢাকা শহরসহ এর আশেপাশের কলকারখানায় ব্যবহারের জন্য সরবরাহ করা হয়। ২০১৮ সালের মার্চ মাসে প্রচারিত ইত্যাদি ধারণ করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস নদীর তীরে তিতাস পাড়ায় তিতাস গ্যাস ফিল্ডের সামনে। অনুষ্ঠানে এই গ্যাস ফিল্ডের প্রয়োজনীয় তথ্যসহ একটি বিস্তারিত প্রতিবেদন প্রচার করা হয়। আহ্বান জানানো হয় সঠিকভাবে গ্যাস ব্যবহার করে এর অপচয় রোধে সবাইকে সচেতন হতে।
উল্লেখ্য ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই গ্যাস ফিল্ডের ট্রান্সমিটার (রেডিও ট্রান্সমিশন ব্যবস্থা) ব্যবহার করে স্থানীয় জনগণ রেডিও সম্প্রচারের মত দুঃসাহসিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন।


Ityadi Brahmanbaria episode: https://youtu.be/Gly3xCdJ7YE

___________________________________
Enjoy & stay connected with us!