শাহ আব্দুল করিম - মুর্শিদ ধন হে কেমনে

দেখা দেওনা, কাছে নেওনা, আর কতো থাকি দূরে, কেমনে চিনিব তোমারে?
মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে?

মায়ার জালে বন্দি হইয়া, আর কত দিন থাকিব,
মনে ভাবি, সব ছাড়িয়া, তোমাকে খুজে নেব।

আশা করি আলো পাবো, ডুবে যাই অন্ধকারে,
কেমনে চিনিব তোমারে?
মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তেমোরে?

তন্ত্র মন্ত্র করে দেখি, তার ভেতরে তুমি নাই,
শাস্ত্র গ্রন্থ পড়ি যত, আরো দূরে সরে যাই,
কোন সাগরে খেলতেছো লাই ভাবতেছি তাই অন্তরে,
কেমনে চিনিব তোমারে?
মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে?

পাগল আব্দুল করিম বলে, দয়া করো আমারে,
নতশিরে করজোড়ে আছি তোমার দরবারে,
ভক্তের অধীন, হও চিরদিন, থাকো ভক্তের অন্তরে,
কেমনে চিনিব তোমারে?
মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে?