ডাইনে বায়ে তাকাই যেখানে | Daine Baye Takai Jekhane | Hanif Sanket | Hasan | ঈদ ইত্যাদি ১৯৯৭ পর্ব

ইত্যাদি প্রায়ই ভিন্ন আঙ্গিকে সমাজের বিভিন্ন অনিয়ম-অসংগতি তুলে ধরে বিখ্যাত গানের প্যারোডি প্রচার করে আসছে। প্যারোডি (Parody) শব্দটির অর্থই হচ্ছে কোন গুরুগম্ভীর রচনার অনুকরণে রচিত ব্যঙ্গ-রচনা। প্যারোডি গানের ক্ষেত্রে চেনা সুর বেছে নেয়ার কারণ, এতে গানের মধ্যে থাকা বিভিন্ন মেসেজ বা বার্তা সহজেই দর্শক-শ্রোতারা হৃদয়ঙ্গম করতে পারেন। ১৯৯৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতেও তেমনি একটি প্যারোডি গান করা হয়েছিলো। যেখানে ফোক ও পাশ্চাত্য সুরের সমন্বয়ে নির্মিত গানে ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীদের সঙ্গে অংশ নিয়েছেন দুজন বিদেশি নৃত্যশিল্পী।

গান: ডাইনে বামে তাকাই যেখানে
[ Song: Daine Baye Takai Jekhane ]
গীতিকার: লিটন অধিকারী রিন্টু
[ Lyricist: Liton Adhikary Rintu ]
সুর: সংগৃহীত।
[ Tune: collected ]
সংগীতায়োজন: পার্থ বড়ুয়া।
[ Music Arrangement: Partha Barua ]
শিল্পী: হানিফ সংকেত ও হাসান।
[ Singer: Hanif Sanket & Hasan ]

নির্মাণ: ফাগুন অডিও ভিশন।
Label: Fagun Audio Vision
___________________________________
পরিকল্পনা ও নির্দেশনা: হানিফ সংকেত।
Planning & Direction by: Hanif Sanket
___________________________________


___________________________________
Enjoy & stay connected with us!