পুতিন বিরোধী কে এই অ্যালেক্সেই নাভালনি? BBC Bangla

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর সমালোচক হিসেবে পরিচিত অ্যালেক্সেই নাভালনি রাশিয়ার কারাগারে মারা গেছেন।

কারাগারে নাভালনি'র মৃত্যুর পর বিশ্বব্যাপী পুতিনের বিরুদ্ধে তীব্র সমালোচনা হচ্ছে।

৪৭ বছর বয়সী এই ব্লগার, পুতিন সরকারের দুর্নীতির তথ্য ফাঁস করে বিশ্বজুড়ে আলোচিত হন।

মূলত ২০০৮ সাল থেকে ব্লগিংয়ের মাধ্যমে রাশিয়ার রাজনীতিতে তার উত্থান ঘটে।

তার দুর্নীতির তথ্য উন্মোচন করার পদ্ধতিও ছিলো বেশ ব্যতিক্রমী। তিনি রাশিয়ার রাস্ট্রয়াত্ত জ্বালানি কর্পোরেশনগুলোর কিছু শেয়ার কিনতেন, তারপর ওইসব প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের সভায় বিব্রতকর সব প্রশ্ন করতেন এবং তা প্রকাশ করতেন। এভাবেই তার জনপ্রিয়তা বাড়তে থাকে।

পুতিনের দল ইউনাইটেড রাশিয়া সংসদীয় নির্বাচনে ভোট কারচুপি করেছে বলে অভিযোগও তোলেন তিনি।
এ কারণে ২০১১ সালে ১৫ দিনের জন্য গ্রেপ্তার করা হয়।

২০১৩ সালে মস্কোর মেয়র পদেও লড়াই করেন নাভালনি এবং ২৭ শতাংশ ভোট পান।
এরপর তিনি পুতিনের প্রতিদ্বন্দ্বি হিসেবে প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দেন।

*******************************************
বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম।
এখানে আপনি দেখতে পাবেন দেশ ও দেশের বাইরের সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন, বিবিসি নিউজ বাংলার টিভি অনুষ্ঠান প্রবাহ এবং বাংলাদেশ ট্রেন্ডিং-এর সকল পর্ব। নিয়মিত ভিডিও আপডেট পেতে এবং অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
ওয়েবসাইট: bbcbangla.com
ফেসবুক: https://www.facebook.com/BBCBengaliService/
টুইটার: https://twitter.com/bbcbangla

#BBCBangla #BBCBanglaNews #বিবিসি #বিবিসিবাংলা #BBCNews