লালনগীতি - কে তোমার আর যাবে সাথে

লালনগীতি - কে তোমার আর যাবে সাথে (ফরিদা পারভিন)

কে তোমার আর যাবে সাথে
কোয়ায় রবে ভাইবন্ধু পড়বি যেদিন কালের হাতে
নিকাশের দায় করে খাড়া মারবেরে আতশের কোড়া
সোজা করবে বাঁকা ত্যাড়া জো জব খাটবে না তাতে
যে আশায় এই বভে আশা হলো না তা রতিমাসা
... ঘটলোরে কী দুদশা কুসঙ্গে কুরঙ্গে মেতে
যাঁরে ধরে পাবি নিসতা তাঁরে সদাই ভাবলিরে পর
সিরাজ শাঁই কয় লালন তোমা ছাড়ো ভবের কুটুম্বিতে