কুড়ানো পলিথিনে এমিলিয়া রায়ের শিল্পকর্ম | ইত্যাদি মে ১৯৯৭ পর্ব

আমাদের দৈনন্দিন জীবনের সব কাজে উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ পলিথিনের চলছে অবাধ ব্যবহার। এসব পলিথিন ব্যবহারের পর যত্রতত্র ফেলে দেওয়া হচ্ছে। ফলে অপচনশীল এসব পলিথিনে ভরাট হচ্ছে পয়োনিষ্কাশনের নালা-নর্দমা। নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ। পলিথিন বা প্লাস্টিক বর্জ্যে নদী থেকে সাগরের পানি পর্যন্ত দূষিত হচ্ছে। পরিবেশের জন্য ক্ষতিকর সর্বনাশা এই পলিথিন থেকে পরিবেশকে রক্ষা করার জন্য বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের রাহুৎপাড়া গ্রামের পরিবেশ সচেতন শিল্পী এমিলিয়া রায় নিয়েছেন এক ব্যতিক্রমী উদ্যোগ। পরিবেশ দূষণকারী ফেলনা পলিথিন পুড়িয়ে শিল্পকর্ম, পেইন্টিং ও ভাস্কর্য তৈরি করেন তিনি। শিল্পী এমিলিয়া রায় ও তার শিল্পকর্মের উপর ১৯৯৭ সালের মে মাসে প্রচারিত ইত্যাদিতে একটি প্রতিবেদন প্রচার করা হয়।

___________________________________
Enjoy & stay connected with us!