রাধারমন দত্ত - অন্তরে তুষেরই অনল

রাধারমন দত্ত - অন্তরে তুষেরই অনল

কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিড়িয়া,
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া।
ঘর বাধলাম প্রাণবন্ধের সনে কত কথা ছিল মনে গো,
ভাঙ্গিল আদরের জোড়া কোনজন বাদী হইয়া।
কার ফলন্ত গাছ উখারিলাম কারে পুত্র শোকে গালি দিলাম গো,
...না জানি কোন অভিশাপে এমন গেল হইয়া।
কথা ছিল সঙ্গে নিব সঙ্গে আমায় নাহি নিল গো,
রাধারমন ভবে রইল জিতে মরা হইয়া।