রাধারমন দত্ত - পিরিতি বিষম জ্বালা

রাধারমন দত্ত - পিরিতি বিষম জ্বালা

পিরিতি বিষম জ্বালা, সয় না আমার গায়
কুল নিল গো শ্যামের বাঁশি, প্রাণ নিল কালায় |
ঘরে বাইরে থাকে বন্ধু, ওই পিরিতের দায়,
কুল নিল গো শ্যামের বাঁশি, প্রাণ নিল কালায় |
কালা তো সামান্য নয়, রাধার মন ভুলায়,
কুল নিল গো শ্যামের বাঁশি, প্রাণ নিল কালায় |
ভাইবে রাধারমণ বলে, শোন গো ললিতায়,
কুল নিল গো শ্যামের বাঁশি, প্রাণ নিল কালায় |