ভাওয়াইয়া গান - ওকি গাড়িয়াল ভাই (ফেরদৌসী রহমান)

ওকি গাড়িয়াল ভাই
কত রব আমি পন্থের দিকে চাইয়া রে।।
যেদিন গাড়িয়াল উজান যায়
নারীর মন মর জুইড়া রয় রে
ওকি গাড়িয়াল ভাই...
হাঁকাও গাড়ি তুই চিল মারির বন্দরে রে।।
আর...কি কব দুষ্কের জ্বালা...গাড়িয়াল ভাই
গাঁথিয়াছি কনমালা রে।
ওকি গাড়িয়াল ভাই...
কত কাঁদি মুই নিদুয়া পাথারে রে।।