ভাওয়াইয়া গান - গেলে কি আসিবেন মোর

ভাওয়াইয়া গান - আর গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?

তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?
আরে, হস্তি নড়ান, হস্তিরে চড়ান, টাকুয়া বাঁশের আড়া,
ওরে কি সাপে দংশিলেক বন্ধুয়াক বন্ধুয়া,
আহইন মোর পোড়া রে,
আর গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?

ওঝায় ঝাড়ে, বাইদ্যে ঝাড়ে,
ঢেঁকিয়ার আদাল দিয়া,
ওরে মুই নারীটা ঝাড়ুম বন্ধুয়ার দেশ্যে,
আদাল দিয়া রে,
আর গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?

হস্তি নড়ান, হস্তিরে চড়ান, হস্তির গলায় দড়ি
ওরে, সত্যি করিয়া কনরে মাহুত, কোন বা দেশে বাড়ি?
আর গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?

হস্তি নড়ান, হস্তিরে চড়ান, হস্তির গলায় দড়ি
ওরে, সত্য কইরা কনরে মাহুত, ঘরে কয়জন নারী রে?
আর গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?

তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে???

কত শালীন-শোভন এবং চাতুরতার সাথে জিজ্ঞাসা করছেন "আরে সত্য কইরা কনরে মাহুত ঘরে কয়জন নারী রে?" অর্থ্যাৎ "মাহুত বিয়ে করেছেন কিনা? ঘরে মা ছাড়া অন্য নারী আছেন কিনা?"

(আর গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?
আরে হস্তি নড়ান হস্তিরে চড়ান হস্তির গলায় দড়ি
আরে ও সত্যি করিয়া বলরে মাহুত কোন বা দেশে বাড়ি?
হস্তি নড়াঁও হস্তিরে চড়াঁও হস্তিরে পায়ে বেড়ি
আমি সত্য করিয়া কইলাম নারী গৌরীপুরে বাড়ি।
তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?

আরে হস্তি নড়ান হস্তিরে চড়ান হস্তির পায়ে বেড়ি
আরে সত্য কইরা কনরে মাহুত ঘরে কয়জন নারী রে?
হস্তি নড়ান হস্তিরে চড়ান হস্তির পায়ে বেড়ি
আমি সত্য করিয়া কইলাম কন্যা বিয়া নাহি করিরে।।)