নির্ভেজাল তেল ও ভিক্ষুকমুক্ত এলাকার করুণ হাল | ইত্যাদি ব্রাহ্মণবাড়িয়া পর্ব ২০১৮

সাম্প্রতিককালে ভেজালের জালে তাল হারিয়ে নাজেহাল হচ্ছেন অনেকেই। শতভাগ খাঁটির বিজ্ঞাপন দেখে প্রতারিত হওয়ার ঘটনাও অহরহই ঘটছে। ভেজালের কারণে হারানো বিশ্বাস ফিরানো খুব কঠিন। তাই খাঁটি পণ্যের ওপর বিশ্বাস ফেরাতেই এখন অনেকেই ‘বিশ্বাস’ ফেরি করছেন রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে। যা দেখে অনেকেই মজা করে বলছেন ‘বিশ্বাস এখন মানুষের দ্বারে দ্বারে ঘোরে’।
অন্যদিকে এই ঢাকা শহরে ‘আইন’ মানা নিয়ে অনেক সাইনবোর্ড আছে। কিন্তু সাইনবোর্ড থাকলেই বা কি, না থাকলেই বা কি। কি লেখা আছে তা নিয়ে কেউ কি মাথা ঘামাই? কিংবা যাদের কিছু বলার কথা-তারা কি কিছু বলছে?
এমনই দুটো সামাজিক ক্ষত নিয়ে ২০১৮ সালের মার্চ মাসে প্রচারিত ইত্যাদির ব্রাহ্মণবাড়িয়া পর্বে দুটো খণ্ডচিত্র প্রচার করা হয়েছিলো।

Ityadi Brahmanbaria episode: https://youtu.be/Gly3xCdJ7YE

___________________________________
Enjoy & stay connected with us!