লালনগীতি - আমার হয় নারে সেই মনের মতো মন

লালনগীতি - আমার হয় নারে সেই মনের মতো মন (ফকির টুন টুন শাহ)

আমার হয় নারে সেই মনের মতো মন
কবে জানবো সেই রোগের কারণ
পুড়ে রিপু ইন্দ্রিয় ভোলে মন বাড়ায়রে ডালে ডালে
দুই মনে এক মন হলে এড়ায় শরম
রসিক ভক্ত যারা মনে মন মিশাল তাঁরা
তারা শাসন করে তিনটি ধারা পেলো রতন
কবে হবে নাগিনী বশ সাদবো আমি অমৃতরস
সিরাজ শাঁই কয় বিষেতে বিনাশ হলি লালন।