বাদ্যের তালে দর্শকদের নাচ | ইত্যাদি মৌলভীবাজার পর্ব ২০২৩

মৌলভীবাজার জেলায় রয়েছে বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য। আর এখানকার ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর রয়েছে নিজস্ব সংস্কৃতি-উৎসব এবং ভাষা। বিশেষ করে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের কারণে মণিপুরীদের সুখ্যাতি ছড়িয়ে আছে সারা বিশ্বে। ইত্যাদির দর্শক পর্বের নিয়ম অনুযায়ী ২৯ ডিসেম্বর ২০২৩ তারিখে প্রচারিত ইত্যাদির মৌলভীবাজার পর্বে মৌলভীবাজারের কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে করা প্রশ্নের মাধ্যমে চারজন দর্শক নির্বাচন করা হয়। নির্বাচিত দর্শকদের সঙ্গে দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করেন মণিপুরী সম্প্রদায়ের দু’জন নৃত্যশিল্পী ও বাদক এবং বাঙালি দু’জন নৃত্যশিল্পী ও বাদক। বাদ্যের তালে তালে নির্বাচিত দর্শকরা অনুকরণ করেন মঞ্চে পরিবেশিত তাদের নাচ।

Ityadi Moulvibazar Episode: https://youtu.be/41OiscoBhY0

___________________________________
Enjoy & stay connected with us!