Udoyer Pothe (1944)

সাহিত্যিক অনুপের পরিচিতি সীমিত হলেও ট্রেড ইউনিয়নের নেতা হিসেবে তার জনপ্রিয়তা ছিল। অনুপের বোন সুমিত্রা ও গোপা’র পরিচয় হয় একই কলেজে পড়ার সূত্রে। অনুপ যে কোম্পানিতে প্রচারসচিবের কাজ করে, সেই প্রতিষ্ঠানের কর্তা সৌরীন্দ্রনাথের বোন গোপা। অনুপ তা জানতে পেরে চাকরিতে ইস্তফা দেয়।

অনুপের লেখা একটি উপন্যাস প্রকাশ করার জন্য নিয়ে সৌরীন্দ্রনাথ নিজের নামে তা প্রকাশ করে। গোপা লজ্জিত হয়। অনুপের লেখা উপন্যাসটি পড়ে গোপা মুগ্ধ হয়। গোপার বাবা ব্রজেন্দ্রনাথের আপত্তি উপেক্ষা করে আভিজাত্যের বন্ধন থেকে গোপা নিজেকে মুক্ত করে অনুপের সঙ্গে জীবনের পথে এগিয়ে চলে।

Anup writes for a newspaper, and his sister is invited to a girl's birthday party by her rich friend Gopa. After she leaves the party, accused of being a thief, Gopa comes to the house to apologize and meets Anup. He refuses her personal apology, saying it's a societal problem. Anup's boss sends him to a rich official's office who needs a speech written. This man is Rajendra, brother of Gopa and husband of the birthday girl. The speech Anup writes goes well, so Rajendra steals Anup's manuscript for a novel and publishes it under his own name. Rajendra is praised for his insight into the issue of poverty, but the workers at his company go on strike. Anup and Rajendra's sister Gopa, support the striking workers, but his paid goons squelch the strike. Disillusioned by the hypocrisy, Gopa leaves her comfortable wealth behind to be with Anup.