অবাক করা দৃশ্য-গোঁফ চর্চা ও কান দিয়ে বেলুন ফোলানো | ইত্যাদি মে ১৯৯৭ পর্ব

একটি প্রবচন রয়েছে-‘থাকে যদি ঘটে-দেখা যায় পটে’, অর্থাৎ কারো মধ্যে যদি প্রতিভা থাকে তবে কখনো না কখনো তার বিকাশ ঘটেই। চলতে-ফিরতে প্রায়ই নানা বিষয়ে প্রতিভার অধিকারী নানান ব্যক্তিদের প্রতিভার প্রতিফলন আমাদের চোখে পড়ে। যার কিছু কিছু আমাদের বিস্মিত করে, কিছু কিছু আবার অবাক করে। ১৯৯৭ সালের মে মাসে প্রচারিত ইত্যাদিতে তেমনি ক’জন বিস্ময়কর প্রতিভার অধিকারী ব্যক্তির প্রতিভা তুলে ধরে একটি পর্ব করা হয়।

___________________________________
Enjoy & stay connected with us!