কলিম শরাফি - পথে পথে দিলাম ছড়াইয়ারে

কলিম শরাফি - পথে পথে দিলাম ছড়াইয়ারে / ও আমার চক্ষু নাই

পথে পথে দিলাম ছড়াইয়ারে
সেই দুঃখে চোখেরও পানি
ও আমার চক্ষু নাই

পাড় নাই কিনার নাই রে
ও আমার চক্ষু নাই

ঘর নাই ও মোর জন নাই
তবু দিলাম ভাঙ্গা নায়ে
অথৈ সায়র পাড়ি

পথে পথে দিলাম ছড়াইয়ারে
সেই দুঃখে চোখেরও পানি
ও আমার বৈঠা নাই

ও আমার সুখ নাই
নিদ নাই চোখে নিদ নাই

বিধিরে তোমার খেয়ালের শেষ নাই
দয়া নাই তোমার মায়া নাই
তবু জনম দুঃখি আমি
তোমায় আপন জানি

পথে পথে দিলাম ছড়াইয়ারে
সেই দুঃখে চোখেরও পানি
ও আমার চক্ষু নাই