সারা বছর যে কোনো সময় খাওয়া যাবে এরকম একটা স্যুপ তৈরী করেছি চিকেন মাশরুম ও বিভিন্ন ধরণের সবজি দিয়ে

আমরা অনেকে মনে করি স্যুপ শুধু শীতের সময় খেতে হবে। পেজে অনেকদিন স্যুপের রেসিপি শেয়ার করা হয় না, তাই ভাবলাম আপনাদের জন্য একটা স্যুপ তৈরী করি, যেটা বছরের যে কোনো সময় খাওয়া যাবে।

তৈরী করতে লাগছে -
⚪ হাড় চর্বি ছাড়া মুরগির বুকের মাংস
⚪ গাজর
⚪ ফুলকপি
⚪ শসা
⚪ বাঁধা কপি
⚪ মাশরুম
⚪ ক্যাপসিকাম
⚪ রসুনের কোয়া
⚪ কাঁচা মরিচ
⚪ লবণ
⚪ কর্ণ ফ্লাওয়ার
⚪ চিনি
⚪ বাটার
⚪ গোল মরিচের গুঁড়ি

〰〰〰〰〰〰〰〰〰〰〰