মায়ের দোয়া হোটেল ও অনলাইন খাবার | ইত্যাদি মৌলভীবাজার পর্ব ২০২৩

আমরা জানি, মায়ের হাতের রান্নায় শুধু মমতা নয়-স্বাস্থ্য চিন্তাটাও জড়িত থাকে, যা ক্রেতার জন্য ব্যবসায়ী বিক্রেতার রান্নায় থাকে না। নানা ধরনের পশ্চিমা খাবারে স্বাস্থ্যঝুঁকি থাকা সত্ত্বেও জাংকফুড নামধারী এসব খাবারের কারণে আমাদের স্কুল-কলেজে পড়ুয়া কিশোর-কিশোরী, তরুণ-তরুণীরা এসব অস্বাস্থ্যকর ও তুলনামুলক কম পুষ্টি সম্পন্ন খাবারের প্রতি আগ্রহী হয়ে পড়ছে। আর এই নিয়ে বাবা-মায়ের আক্ষেপও বাড়ছে প্রতিনিয়ত। ২৯ ডিসেম্বর ২০২৩ তারিখে প্রচারিত ইত্যাদির মৌলভীবাজার পর্বের একটি নাট্যাংশে এই বিষয়টিই তুলে ধরা হয়েছে।

Ityadi Moulvibazar Episode: https://youtu.be/41OiscoBhY0

___________________________________
Enjoy & stay connected with us!