নীলের বুক থেকে | Jules Verne | Treasure Hunt |Adventure | গুপ্তধনের সন্ধানে | Adventure audio story

নীলের বুক থেকে | Jule Verne | Treasure Hunt | Adventure | গুপ্তধনের সন্ধানে | Adventure audio story

আগের পর্বে আপানারা শুনেছেন প্রশান্ত মহাসাগরের ভেসে যাচ্ছে একটি ছোট্ট জাহাজ, সেখানে রয়েছে ১৫ জন কিশোর। তারা জানেনা জাহাজ চালানোর অ আ, কোন এক অজ্ঞ্যাত কারণে তাদের জাহাজের দড়ি ছিড়ে যায় রাতারাতি এসে পড়ে তারা এই অকূল নীলের বুকে। নানাবিধ ঝড় ঝঞ্ঝা কে অতিক্রম করে তাদের জাহাজ এসে পড়ে একটি অজ্ঞ্যাত দ্বীপে। সেখানে আসার তাদের জাহাজ একটি পাথরের চ্যাঁই এ লেগে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু ভাগ্য সহায় তাদের জাহাজে ছিলো বেশ কিছু দিনের রসদ। এরপর তারা সারা দ্বীপ খুঁজে একটি গুহা আবিস্কার করে। তারা নানান কাগজ পত্র এবং বেশ কিছু কাগজ পত্র পায় সেখানে। পায় একটি ম্যাপ সেই দ্বীপেরই। তারা একটি ডায়েরী পায় এবং সেটি পড়ে জানতে পারে সেখানে কোনো ফরাসি নাবিক আটকে পড়েছিলেন । এই সব জিনিসপত্র তারই। তারা সেখানেই বসবাস করতে থাকে। এরপর...
শুনতে থাকুন আমাদের বিশেষ নিবেদন জুল ভার্নের লেখা Adrift in the Pacific অবলম্বনে "নীলের বুক থেকে"

গল্পপাঠে - আসঞ্জন
বিভিন্ন চরিত্রে - সুমন, বুবাই, বাল্মিকী, সায়ন্তন, সৌরভ সাহা, সৌরভ রায়, সৌভিক, নীল, অধ্যায়, ঋদ্ধি, আসঞ্জন, বিপুল
পরিচালনা ও আবহ সৃষ্টিতে – বিপুল
পোস্টার আর্টিস্ট - ডিভাইন কমেডি

Contact us - [email protected]

Treasure Hunt | নীলের বুক থেকে | গুপ্তধনের সন্ধানে | Sunday Suspense | Rahasya Adventure | Jule Verne | Adrift in the Pacific

#