Ityadi - ইত্যাদি | June 2001 Episode | Hanif Sanket

Ityadi at a glance:

Program name: Ityadi (ITTADI) - ইত্যাদি
Shooting place: Bangladesh National Museum, Dhaka (বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা)
Writer: Hanif Sanket - হানিফ সংকেত
Director: Hanif Sanket - হানিফ সংকেত
Aired on: BTV (বিটিভি) - Bangladesh Television.
Production: Fagun Audio Vision (ফাগুন অডিও ভিশন)

The show was first aired on the screen of Bangladesh Television (BTV) in June 29, Friday 2001 after 8PM Bangla news.

দর্শক নন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র
২৯ জুন, শুক্রবার - ২০০১ সালে প্রচারিত পর্ব।

ইত্যাদি শুধু জনপ্রিয় অনুষ্ঠানই নয়, বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম প্যাকেজ অনুষ্ঠান এবং বাংলাদেশের সবচাইতে দীর্ঘমেয়াদী অনুষ্ঠান। বিভিন্ন চ্যানেল এবং বিটিভি’র হাজারো অনুষ্ঠানের ভীড়ে দর্শকরা এখনও এই একটি মাত্র অনুষ্ঠান দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করেন। ইত্যাদির বিষয় বৈচিত্র্য, উন্নত ও আধুনিক নির্মাণশৈলী, সর্বোপরি হানিফ সংকেতের প্রাণবন্ত উপস্থাপনার কারণেই এখনও এই অনুষ্ঠানটি দর্শক পছন্দের শীর্ষে রয়েছে।
বরাবরের মত ইত্যাদির এবারের পর্বেও রয়েছে দর্শকদের জন্য রকমারি ও জমজমাট আয়োজন। একদিকে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে সরস অথচ তীক্ষ্ণ নাট্যাংশ, জীবনমুখী ও মানসম্পন্ন গান, প্রতিবেদন, অন্যদিকে হানিফ সংকেত এর বিদ্রুপাত্মক ও গঠনমূলক বক্তব্য-যা মানুষকে সচেতন ও সামাজিক দায়িত্ব বৃদ্ধিতে সহায়তা করে।

প্রতিবারের মত এবারও ইত্যাদির বিষয়, নির্মাণ ও আঙ্গিকগত দিক থেকে পরিবর্তন আনা হয়েছে। এবারের পর্বে রয়েছে ৩টি গান। একটি দ্বৈত সঙ্গীত গেয়েছেন শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরী ও শাকিলা জাফর। উল্লেখ্য এই দু’জন শিল্পী এই প্রথম এক সঙ্গে গাইলেন। অনুষ্ঠানের মূল পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে বক্তব্যধর্মী এই গানটি লিখেছেন গীতিকার লিটন অধিকারী রিন্টু ও সুর করেছেন আলী আকবর রুপু। অন্য একটি গান গেয়েছেন শিল্পী মমতাজ। এই পর্বে তিনি মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও আলী আকবর রুপুর সুরে একটি মরমি গান গেয়েছেন। উল্লেখ্য ২০০০ সালের জুন মাসে প্রচারিত ইত্যাদির মাধ্যমে প্রথম টেলিভিশন পর্দায় আবির্ভাব ঘটে বর্তমানে ফোক সম্রাজ্ঞী বলে খ্যাত শিল্পী মমতাজ এর। ‘রিটার্ন টিকেট হাতে নিয়া...’ গানটির মাধ্যমে তিনি প্রথম টিভি দর্শকদের অভিবাদন জানান। এছাড়াও রয়েছে ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীদের অংশগ্রহণে একটি দলীয় সঙ্গীত। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু।

পটুয়াখালী জেলার বাউফলের ধুলিয়া গ্রামের মোতালেব। ৫ বছর বয়সে ক্ষুধা ও অভাবের তাড়নায় যিনি বাড়ি থেকে পালিয়ে যান। এরপর একজন ডাচ্ ভদ্রলোক তাকে হল্যান্ড নিয়ে যান। এরপর নিজের শিকড়ের খোঁজে বারবার বাংলাদেশে এসে দীর্ঘ ১৭ বছর পর তিনি ফিরে পান নিজ পরিবার। এরপর মোতালেব দেশে আসেন তার নিজ গ্রামের মানুষের জন্য কাজ করতে, গড়ে তোলেন বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। তার এইসব কর্মকা-ের উপর ইত্যাদির এই পর্বে রয়েছে একটি সরেজমিন প্রতিবেদন।

ইত্যাদিতেই প্রথম পরিবেশিত হয় বিশ্বের বিস্ময়কর বিষয়ের উপর বিদেশি প্রতিবেদন। তারই ধারাবাহিকতায় এবারের পর্বে রয়েছে ইউরোপের প্রাচীন ও ঐহিত্যবাহী দেশ বেলজিয়ামের এ্যানট্রয়েপ শহরে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ ডায়মন্ড সেন্টারের উপর একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন।
প্রতিবারের মত এই পর্বেও আমন্ত্রিত দর্শকদের জন্য রয়েছে চমক। আমাদের কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিবারই ইত্যাদির দর্শক পর্বে নিত্যনতুন বিষয় উপস্থাপন করা হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

এছাড়াও নিয়মিত পর্ব হিসাবে হাসমত ও নাজমুল হুদা বাচ্চুর অভিনয়ে হাবা হাসমত পর্ব এবং অমল বোস ও নিপু অভিনীত নানা-নাতি পর্ব, আবদুল কাদের ও আফজাল শরীফ অভিনীত মামা-ভাগ্নে পর্ব, চিঠিপত্র বিভাগসহ এবারও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষè নাট্যাংশ। এবারের ইত্যাদিতে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন-ফখরুল হাসান বৈরাগী, আব্দুল আজিজ, তরু মোস্তফা, কাজী আসাদ, ফারুক আহমেদ, মোমেনা চৌধুরী, আমিন আজাদ, শিরীন বকুল, দীপু, সাইফুদ্দিন আহমেদ, মহিউদ্দিন বাহার, সোলায়মান খোকা, শোভা খন্দকার, জিএম আনসারী, লাভলী ইয়াসমীন, জাহিদ চৌধুরী, নজরুল ইসলাম, মামুনুল হক টুটু, অলিউল হক রুমী, শুভাশিষ ভৌমিক, বিলু বড়ুয়াসহ আরো অনেকে।

পরিচালকের সহকারী হিসাবে ছিলেন যথারীতি রানা সরকার ও মোহাম্মদ মামুন।

ইত্যাদি স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।

রচনা, পরিচালনা ও উপস্থাপনা: হানিফ সংকেত।
প্রথম প্রচার: ২৯ জুন-২০০১, শুক্রবার-রাত ৮টার বাংলা সংবাদের পর-বাংলাদেশ টেলিভিশনে।
নির্মাণ: ফাগুন অডিও ভিশন।

___________________________________
Enjoy & stay connected with us!