ইত্যাদির ক্যামেরায় ‘এক নজরে ব্রাহ্মণবাড়িয়া’ | ইত্যাদি ব্রাহ্মণবাড়িয়া পর্ব ২০১৮

শিক্ষা সংস্কৃতির পীঠস্থান রূপে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। ঐতিহ্যবাহী তিতাস বিধৌত জেলা ব্রাহ্মণবাড়িয়া শিল্প-সংস্কৃতির ধারক ও বাহক এবং দলমত নির্বিশেষে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল মিলন মেলা হিসেবে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযুদ্ধের বহু বীর গাঁথায় সমৃদ্ধ। সংস্কৃতি এখানে আপন গতিতে ধাবমান। বহু প্রখ্যাত গুণী সংগীতজ্ঞের বিচিত্র সব গানের ধারার পাশাপাশি এখানে গ্রামীণ চিরায়ত সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ যাত্রা, সার্কাসসহ পুতুল নাচ, নৌকাবাইচ, মোরগ লড়াই-এমনি নানা লৌকিক ক্রীড়ারও ব্যাপক প্রচলন আছে। ২০১৮ সালের মার্চ মাসে প্রচারিত ইত্যাদির ব্রাহ্মণবাড়িয়া পর্বে এসবই সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরে একটি প্রতিবেদন প্রচার করা হয়।

Ityadi Brahmanbaria episode: https://youtu.be/Gly3xCdJ7YE

___________________________________
Enjoy & stay connected with us!