আবদুর রহমান বয়াতি - ছেড়ে দে নৌকা যাব

আসুক যত ঝড় আর তূফান,
ভয় করি না, ও ভাই, ভয় করি না,
ছেড়ে দে নৌকা যাবো মদিনা।

যে নূরে সৃষ্টি করলো, নূরো নবী রে,
যে নূরে সৃষ্টি করলো, মোহাম্মদ রে,
যেই নূর দেইখা *** হূশ হারালে,
সেই দীনের নবীর উম্মত আমরা,
ভয় করি না,
ছেড়ে দে নৌকা, আমি যাবো মদিনা।

যখন নবী জন্ম নিলো, মা আমিনার ওজরে,
হাসিলে মানিক ঝরে, কাঁদিলে মতি ঝরে।
সেই দীনের নবীর, ***
ও ভাই প্রেম খুইজো না।
ছেড়ে দে নৌকা, আমি যাবো মদিনা।

রহমান বয়াতি বলে, যাবো মদিনায় চলে,
নবীজীর রওজা দেখে, মনের আশা পূর্ণ হবে,
আমার আশায় আছে, সম্বলও নাই,
ও ভাই বলি এখনা, ও ভাই বলি এই জায়গায়,
ছেড়ে দে নৌকা, আমি যাবো মদিনা।