রাধাবল্লভ - কিসে কৃষ্ণ ভাজন হবে?

জানো নারে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে?
যার সাথে নাই প্রেম-পিরিতে, তার পূজায় কি মন বসিবে?

যাহার বদন দেখা মাত্র, মনে পেয়েছো আনন্দ,
তারে বুকে নিয়ে বলো, এইতো আমার গোবিন্দ।
দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ, করিও গোবিন্দর সঙ্গ,
উথলিবে প্রেম তরঙ্গ, পাপিত অঙ্গ জুড়াইবে।

প্রেম সোহাগে কাছে নিও, তোমার প্রিয়া কিংবা প্রিয়জন,
প্রানবল্লভ গোবিন্দ বলে, দিও তারে আলিঙ্গন।
প্রিয়ের সবচাইতে যা মিঠা লাগে, সঁপে দাও গোবিন্দর ভোগে,
বসে থাকো অনুরাগে, নিশ্চয় একদিন বর্ষন হবে।

জানো নারে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে?
জানো নারে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে?

সবার চাই এক গোপন তত্ত্ব, হয়, যার সাথে আদান-প্রদান,
ওই প্রতিমা পূজা দিতে, লাগবে না যে বেদ-বিধান।
প্রানের কত গোপন কথা, যার সাথে আদান-প্রদান,
সেই প্রতিমার পূজা দিতে, লাগে না রে বেদ-বিধান।

তাই, অঃন্তরস একাত্ব করা, প্রেম রসের হাড়িতে ভরা,
প্রেম রসের হাড়িতে ভরা, রস একাত্ব করা,
রাধাবল্লভ বলে, পেল তারা ভাবের মরা, মরতে হবে।