রাধাবল্লভ - কোন সাধনে মিলবে রে

ধোকলাবাজীর ধোকায় পড়ে, আন্দাজে করলে সাধন,
কোন সাধনে মিলবে রে তোর পরম ধন?

যদি মক্কায় গেলে খোদা মিলতো, ভাইরে ভাই, শিব মিলতো কাশীতে,
ওরে বৃন্দাবনে কৃষ্ণ মিললে, কেউ যাইতো না আশিতে (৮০) রে।।

শুনেছি জাহেরে বাতেনে মাওলা, ভক্ত নিয়ে করছে খেলা,
কিসে হয় তার নিত্য লীলা, কয়জন পায় তা্র দরশন।
কোন সাধনে মিলবে রে তোর পরম ধন?

যদি ভোগ দিলেই ভগবান মিলতো, খোদা মিলতো শিন্নিতে,
বড় কইরা ভোগ লাগাইয়ে, বাদশাহায় পারতো কিনিতে রে,
বাদশাহায় পারতো কিনিতে।

সে যে কোন মোকামে থাকে বদ্ধ, কি ধন দিলে হবে বাধ্য,
যে বস্তু প্রিয় খাদ্য, করছোনি তার আয়োজন।
কোন সাধনে মিলবে রে তোর পরম ধন?

মন্ডোপে মূরতি (মূর্তি) গইড়া, তারা ধ্যন করো মনে-মনে,
মুসোলমান জমিনেতে সেজদা কইরা, হাত তুলো কেন আসমানেরে?
হাত তুলো কেন আসমানে?
তুমি দেখো নাই যাহার মূরতি, তার সাথে কি হয় পিরিতি,
বল্লোভের এই পাগলা গীতি, বঝিবে পাগল যে জন।
কোন সাধনে মিলবে রে তোর পরম ধন?

যদি ভোগ দিলেই ভগবান মিলতো, ভবে খোদা মিলতো শিন্নিতে,
বড় কইরা ভোগ সাজাইয়া, রাজায় পারতো কিনিতে রে,
রাজায় পারতো কিনিতে।