রেডিও তিড়িংবিড়িং FM 420.49 | ইত্যাদি ব্রাহ্মণবাড়িয়া পর্ব ২০১৮

ভাষা প্রবহমান নদীর মতো। বাংলা ভাষাও এর বাইরে নয়। তবে পরিবর্তন বা পরিবর্ধনের মধ্যেও অবশ্যই ঐকতান থাকতে হবে। কিন্তু আমাদের দেশে দিনে দিনে ভাষা বিকৃতি অপ্রতিরোধ্য গতিতে বেড়েই চলছে। আধুনিকতার নামে আমরা আমাদের ভাষার রূপ, পরিচয়, সৌন্দর্য বদলে ফেলছি। ভাষার এই করুণ অবস্থা বেশি দিনের নয়। এফএম রেডিওতে ‘রেডিও জকি’দের হাত ধরে বিকৃত উপস্থাপনার ভঙ্গি শুরুর পর থেকেই খুব অল্প দিনেই দ্রুত শব্দে পরিবর্তন শুরু হয়। মহামারির মতো তা সংক্রমিত হতে থাকে নাটক-সিনেমায় এবং সেখান থেকে তরুণ প্রজন্মে। মিশ্র ভাষায় বিকৃত উচ্চারণ আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা বানান বিকৃতির দুর্দশায় নানাভাবে দূষিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাভাষা। এসব নিয়েই ২০১৮ সালের মার্চ মাসে প্রচারিত ইত্যাদির ব্রাহ্মণবাড়িয়া পর্বে একটি নাট্যাংশ করা হয়। যেখানে ‘এফএম রেডিও জকি’দের ‘বাংলিশ’ বা ‘বাংরেজি’ চর্চার বিপরীতে সাধারণ দর্শকদের কি প্রতিক্রিয়া হয় সেটাও তুলে ধরা হয়েছে।

Ityadi Brahmanbaria episode: https://youtu.be/Gly3xCdJ7YE

___________________________________
Enjoy & stay connected with us!

Random Video