শাহ আব্দুল করিম - গাড়ি চলে না (The car doesn't move)

গাড়ি চলে না চলে না, ................... The car doesn't move,
চলে না রে, গাড়ি চলে না। ............. Doesn't move, It doesn't move at all.

চড়িয়া মানব গাড়ি, ...................... Riding a human car,
যাইতেছিলাম বন্ধুর বাড়ি, .............. I was going to my friend's house,
মধ্য পথে ঠেকলো গাড়ি, ................ Halfway through it got stuck,
উপায়-বুদ্ধি মেলে না। ................... Don't know the way out.

মহাজনে যতন করে
তেল দিয়াছে টাংকি ভরে
গাড়ি চালায় মন ড্রাইভারে
ভালো-মন্দ বোঝে না।।

ইঞ্জিনে ময়লা জমেছে
পার্টসগুলো ক্ষয় হয়েছে
ডাইনামো বিকল হয়েছে
হেডলাইট দুইটা জ্বলে না।।

ইঞ্জিনে ব্যতিক্রম করে
কন্ডিশন ভালো নয় রে
কখন জানি ব্রেক ফেল করে
ঘটায় কোন্‌ দুর্ঘটনা।।

আবুল করিম ভাবছে এইবার
কোন্‌ দিন গাড়ি কি করবে আর
সামনে বিষম অন্ধকার
করতেছে তাই ভাবনা।।