আবদুল গফুর হালী - সোনাবন্ধু তুই আমারে

সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা
মনে তো মানে না দিলে তো বুঝে না

সোনা বন্ধুর এমনই গুন জল দিলে নিভেনা আগুন
কি দিয়ে নিভাবো আগুন আমায় একটু বল না

সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী
হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে দিলানা

সোনাবন্ধুর প্রেমের তরী চালাই তারে কেমন করি
পাল তুলিয়া বইসা রইলাম মাঝির দেখা পাইলাম না