চা শ্রমিক মীরা গোয়ালার হৃদয়ছোঁয়া কাহিনী | ইত্যাদি মৌলভীবাজার পর্ব ২০২৩

আমাদের সমাজে এমন অনেক সচ্ছল ও বিত্তবান পরিবারও আছে যে পরিবারের সন্তানেরা শিক্ষায় অনাগ্রহী কিংবা শিক্ষা নিতে গিয়েও হয়ে যায় বিপথগামী। এর বিপরীতে আমাদের সমাজে এমন কিছু আলোকিত মা রয়েছেন যারা প্রায় সহায়-সম্বলহীন হয়েও তার সন্তানদের অতি কষ্ট করে বুকে আগলে রেখে উচ্চ শিক্ষিত করার আপ্রাণ চেষ্টা করে চলেছেন। আর সন্তানরাও তার প্রতিদান দিয়ে চলেছে। এমনই একজন মা কমলগঞ্জের চা শ্রমিক মীরা গোয়ালা। পড়ালেখা সুনিশ্চিত করাসহ শিশুদের উন্নত জীবনমান নিশ্চিত করার লক্ষ্যে সারাবিশ্বে যখন বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে সেখানে বাংলাদেশে চা বাগান অধ্যুষিত অঞ্চলগুলোতে শিশুশ্রম বৃদ্ধিসহ প্রাথমিক বিদ্যালয়ে থাকা অবস্থায় শিশুদের ঝরে পড়া পাল্লা দিয়ে বাড়ছে। এইরকম প্রতিকূল পরিবেশে আর্থিক অসচ্ছলতাসহ নানা রকম প্রতিবন্ধকতার শিকার হয়েও তিনি তার চারটি মেয়েকেই করে তুলছেন সুশিক্ষিত।
২৯ ডিসেম্বর ২০২৩ তারিখে প্রচারিত ইত্যাদির মৌলভীবাজার পর্বে এই অদম্য আদর্শ মায়ের উপর একটি প্রতিবেদন প্রচার করা হয়। পাশাপাশি মীরা গোয়ালার চিকিৎসা ও এক মেয়ের শিক্ষা জীবনকে সচল রাখার জন্য দুই লক্ষ টাকা প্রদান করা হয়।

Ityadi Moulvibazar Episode: https://youtu.be/41OiscoBhY0

___________________________________
Enjoy & stay connected with us!