লালনগীতি - মানুষ গুরু/সর্ব সাধন

লালনগীতি - মানুষ গুরু নিষ্ঠা যার / সর্ব সাধন সিদ্ধ হয় তার (ফরিদা পারভিন)

(ভবে) মানুষ গুরু নিষ্ঠা যার
সর্ব সাধন সিদ্ধ হয় তার
নদী কিংবা বিল-বাঁওড়-খাল
সর্বস্থলে একই এক জল,
একা মেরে সাঁই হেরে সর্ব ঠাঁই
মানুষে মিশিয়া হয় বিধান তার
নিরাকারে জ্যোতির্ময় যে,
আকার সাকার হইল সে
দিব্যজ্ঞানী হয় তবে জানতে পায়
কলি যুগে হলেন মানুষ-অবতার
বহু তর্কে দিন বয়ে যায়
বিশ্বাসের ধন নিকটে পায়
সিরাজ সাঁই ডেকে বলে লালনকে
কুতর্কের দোকান সে করে না আর