আমি আসবোই | বাদশা বুলবুল | Ami Asboi | Badsha Bulbul | মডেল - তনিমা হামিদ | ইত্যাদি আগস্ট ২০০১ পর্ব

আমি আসবোই | বাদশা বুলবুল | Ami Asboi | Badsha Bulbul | মডেল - তনিমা হামিদ | ইত্যাদি আগস্ট ২০০১ পর্ব

পরিবেশ-পরিস্থিতি যাই থাক- যে কোন মূল্যে প্রেমিকার কাছাকাছি থাকার প্রতিশ্রুতি দিয়ে এক প্রেমিকের দৃঢ় প্রত্যয় নিয়ে ২০০১ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদিতে একটি গান প্রচারিত হয়েছিলো। গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী বাদশা বুলবুল। যার শুরুটা ফোক গান দিয়ে হলেও তাঁর জনপ্রিয়তা মূলত আধুনিক গান দিয়েই। তার গানের সঙ্গে মডেল হয়েছিলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী তনিমা হামিদ। গানটির চিত্রায়ণেও রয়েছে বেশ বৈচিত্র্য। রাতে কৃত্রিম ঝড় ও বৃষ্টি তৈরি করে টানা তিন রাত এই গানটির শ্যুটিং করা হয়েছিলো ঢাকার কয়েকটি লোকেশানে।

গান: আমি আসবোই...
[ Song: Ami Asboi ]
গীতিকার: লিটন অধিকারী রিন্টু
[ Lyricist: Liton Adhikary Rintu ]
সুর ও সংগীতায়োজন: আলী আকবর রুপু
[ Tune & Music Arrangement: Ali Akbar Rupu ]
শিল্পী: বাদশা বুলবুল
[ Singer: Badsha Bulbul ]
মডেল: তনিমা হামিদ
[ Model: Tonima Hamid ]

পরিকল্পনা ও নির্দেশনা: হানিফ সংকেত।
[ Planning & Direction by: Hanif Sanket ]
নির্মাণ: ফাগুন অডিও ভিশন।
[ Label: Fagun Audio Vision ]