হারানো পুঁথির রহস্য | রহস্যভেদী মেঘনাদ | গুপ্তধনের গল্প | Goyenda golpo | Adventure

Treasure Hunt | হারানো পুঁথির রহস্য | রহস্যভেদী মেঘনাদ | Goyenda golpo | গুপ্তধনের গল্প | Adventure | Sunday Suspense

আমাদের ছোটোবেলায় পড়া প্রিয় গোয়েন্দা চরিত্রের মধ্যে একজন হল রহস্যভেদী মেঘনাদ। হ্যাঁ প্রখ্যাত সাহিত্যিক স্বপন বন্দ্যোপাধ্যায় এর সৃষ্ট চরিত্র রহস্যভেদী মেঘনাদের কথাই বলছি।
আজ আপনাদের জন্য রয়েছে তারই একটি দুর্ধর্ষ গোয়েন্দা অ্যাডভেঞ্চার গল্প "হারানো পুঁথির রহস্য"।
স্বপন বন্দ্যোপাধ্যায়, জন্ম ১৯৪৭। রহস্য গল্প লেখক হিসেবে খ্যাত হলেও তিনি লিখেছেন বহু ভৌতিক, অ্যাডভেঞ্চার, কল্পবিজ্ঞান, হাসির গল্প। তার প্রথম গল্প প্রকাশ পায় মাসিক রহস্য পত্রিকাতে। গত প্রায় পঞ্চাশ বছর যাবৎ আকাশবাণীর নিয়মিত নাট্যকার ছিলেন তিনি। তিনি নিয়মিত ভাবে আনন্দমেলা, শুকতারা, নবকল্লোল, কিশোর ভারতী, সন্দেশ ইত্যাদি পত্রিকাতে লিখে থাকেন।
আজকের গল্পটি নিয়েছি আমরা "আমি রহস্যভেদী মেঘনাদ ২" বইটি থেকে।
শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন "হারানো পুঁথির রহস্য"

- স্বপন বন্দ্যোপাধ্যায় রচিত -
গল্পপাঠে - সুমন
বিভিন্ন চরিত্রে - শুভদীপ, সৌরভ সাহা, বাল্মিকী, মৈনাক, সায়নদীপ, সৌভিক, দেবাশিস, ঋদ্ধি, দীপম, বিপুল, আসঞ্জন
পরিচালনা ও আবহ সৃষ্টিতে – বিপুল
পোস্টার আর্টিস্ট - ডিভাইন কমেডি

Our mail id - [email protected]

Sunday Suspense | Adventure ( অ্যাডভেঞ্চার ) | Treasure Hunt | হারানো পুঁথির রহস্য | রহস্যভেদী মেঘনাদ | Goyenda golpo | গুপ্তধনের গল্প
#