অঞ্জন দত্ত / Peter Sarstedt - মালা / Where Do You Go To My Lovely

অঞ্জন দত্ত / Peter Sarstedt - মালা / Where Do You Go To My Lovely

তোমার জঙলা পাড়ের ঢাকেশ্বরীর শাড়ি, তোমার পিসিচন্দ্রের ঝুমকো কানের দুল
আজ ১২ই মে তাই সকাল থেকে জন্মদিনের তোড়া তোড়া ফুল
তোমার সানন্দার পাতা থেকে চিনে নেয়া রেণী পার্কের সংসার
তোমার স্বামী আজ অনেক দিনের পরে তোমার ঘরে নিয়ে হাজার বিদেশী উপহার
এই শুভ দিনে নানান কাজের ফাঁকে পড়ছে কি মনে তোমার
এই ১২ই মে তুমি চলে গিয়েছিলে জীবন থেকে আমার
আজ যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে মনের ভেতর ঘুমের ঘোরে
তোমার সাজানো শরীরের ভেতরে মালা তুমি কে, তুমি কে?

তোমার কথা বলা যেন মধুবালা , তোমার হাঁটাচলা সোফিয়া লোরেন
তোমার গন্ধ ফরাসি আনায় আনায় অভিমান অপর্না সেন
বৃষ্টি এলে চলে যাও জয়সলমীর, শীতকালে কোডাইকানাল
দমদমে নামলে তোমারই বাড়ীতে কফি খায় ইমরান খান
তোমারই জন্য ওবেরয় ভাইদের দরজা সদাই খোলা
সাঁতার শেখার আলিয়স ফ্রঁসে দিনগুলি ঘেরা
তবু যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে মনের ভেতর ঘুমের ঘোরে
তোমার সাজানো শরীরের ভেতরে মালা তুমি কে, তুমি কে?

মনে পড়ে কি সেই মৌলালির মোড় বাসস্টপে দুপুর বেলায়
মনে পড়ে কি সেই রুবি রায়ের গান শোনাতাম আমি তোমায়
দুজনেরই চোখে ছিল বাঁচার স্বপ্ন যেভাবে হোক যেমন করেই
ছিলনা যে কিছুই বেচার আমার গেলাম তাই যে হেরে
আজ রে ব্যান্ড দিয়ে তুমি যতই ঢেকে রাখ চোখ লুকোতে পারবেনা
এন্টালি সিনেমার পেছনের বস্তির মৌলালির মালা
আমি জানি তুমি কোথায় যাও রোজ রাত্তিরে মনের ভেতর ঘুমের ঘোরে
আমি দেখে ফেলেছি তোমার মনের ভেতরটা আমি চিনি আমি জানি তোমাকে, তোমাকে।