রজ্জব আলী দেওয়ান - কালো শশী বলো ভালবাসি (খালেক দেওয়ান)

ওরে নিষ্ঠুর কালার প্রেমে,
নিদুর জ্বালা, জ্বলে আমার অন্তরে,
এনে দে তারে।
কালো শশী বলো ভালবাসি,
সই লো এনে দে তারে।

কালো আমার মাথার বেনী,
সখী, কালো আমার চোখের মনি গো,
ও সই,
মনে চায়, কালো জলে সাঁতার দিয়া,
শান্তি হই ** ***।

আয় হায়! কাল সাপে দংশিল যারে,
ঔষধ বুঝি তার নাই সংসারে গো,
ও সই, কাল সাপে দংশিল যারে,
আমার ওঝা বুঝি নাই সংসারে গো,
বুঝি ঐ সাপে দংশিল মোরে,
দেখো না হৃদয় চিড়ে।