Rabindranath Tagore's Tasher Desh - Dance Drama

তাসের দেশ হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি বাংলা নাটক। এটি ১৯৩৩ সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ তাঁর নিজেরই লেখা "একটা আষাঢ়ে গল্প" নামক ছোটোগল্পের কাহিনী অবলম্বনে এই নাটকটি রচনা করেন। এই নাটকটিতে বৃটিশ শাসিত পরাধীন ভারতবর্ষের মুুক্তির জন্যে রবীন্দ্রনাথ একজন মুক্তিদূতের আহ্বান করেছেন।

Tasher Desh (Land of Cards) is a dance drama written by Rabindranath Tagore in 1933. Dedicated to Netaji Subhash Chandra Bose, it takes a satirical look at tyranny and regimentation and celebrates freedom of speech, thoughts and deeds.