রমেশ শীল - ও নিদানের বন্ধু

মাইজভাণ্ডারী গান - ও নিদানের বন্ধু আমার গউস-উল-আজম মাইজভাণ্ডারী (রমেশ শীল)
(নজরুল ইসলাম)
নিদানের বন্ধু আমার গাউছুল আজম মাইজভান্ডারী,
গাউছুল আজম মাইজভান্ডারী, গাউছুল আজম মাইজভান্ডার।।
তুমি হর্তা, তুমি কর্ত্তা, তুমি পাতকী ত্রাতা,
তুমি আমার মুক্তি দাতা ওরে দয়াল মাইজভান্ডারী।।
শয়নে স্বপনে আমি, সদা ভাবি তুমি তুমি
যা কর তা কর তুমি, থাকব নূরী কদম ধরি।।
অন্ধকারে মায়ার কোলে, আমায় দিওনা ফেলে,
আমি তোমার অবোধ ছেলে, ত্বরায়ে লও ত্বরা করি।।
থাক তুমি পর্দ্দার আরে, ফিরাও মোরে দ্বারে দ্বারে,
এরুপ করে রমেশেরে কাঁদাবে কি জম্ম ভরি।।