মদিনার বিখ্যাত জিনের পাহাড় | ইত্যাদি ব্রাহ্মণবাড়িয়া পর্ব ২০১৮

প্রকৃতি যেমন সুন্দর তেমনই রহস্যময়ও বটে। প্রকৃতির রহস্য ভেদ করা অনেক ক্ষেত্রেই কঠিন। তেমনই এক রহস্যময় পাহাড়ের অস্তিত্ব রয়েছে সৌদি আরবের পবিত্র মদিনা শহরে। রহস্য ঘেরা এই পাহাড়টি সম্পর্কে নানান কথা প্রচলিত রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার পর্যটক এখানে আসেন এই অদ্ভুত পাহাড়টিকে দেখতে। ওয়াদি আল জিন কিংবা জিনের পাহাড়! যে নামেই পরিচিত হোক না কেন জায়গাটিতে পৃথিবীর অবাক করা ঘটনা ঘটে। জিনের পাহাড় নামে খ্যাত এই স্থানটির উপর ২০১৮ সালের মার্চ মাসে প্রচারিত ইত্যাদির ব্রাহ্মণবাড়িয়া পর্বে একটি প্রতিবেদন প্রচার করা হয়।

Ityadi Brahmanbaria episode: https://youtu.be/Gly3xCdJ7YE

___________________________________
Enjoy & stay connected with us!